
ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বাঙালি এই অভিনেতা সম্প্রতি পেয়েছেন দীর্ঘদিনের কাজের স্বীকৃতি। ‘পদ্মভূষণ’ সম্মানে তাঁকে ভূষিত করেছে মোদী সরকার। মোদীর দল বিজেপির সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ে সম্পর্ক অবশ্য বহু পুরনো। সেই ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পরে বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বেশ কয়েকটি সমাবেশ এবং অনুষ্ঠানে দেখা গিয়েছিল। অভিনেতা উত্তর পশ্চিম কলকাতা থেকে ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুবছর পরেই দেশে সাধারণ নির্বাচন। গত লোকসভায় বাংলায় ভাল ফল করেছিল বিজেপি। এবারের লোকসভাতেও কি সেই ধারা বজায় থাকবে? এই নিয়ে নিজের স্পষ্ট বক্তব্য জানালেন অভিনেতা।
বাঙালিরা বহিরাগতদের পছন্দ করে না এবং আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি রাজ্যে দারুণ কিছু করবে এমন কোন সম্ভাবনা নেই, প্রবীণ অভিনেতা এবং পদ্মভূষণ প্রাপ্ত ভিক্টর ব্যানার্জি indiatoday.in কে এমনটাই জানিয়েছেন।
"কোন সুযোগ নেই! না। দেখুন, মুশকিল হল এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই; এটা মনের অবস্থা। বাইরের লোক সেখানে পছন্দ করে না। এটা তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টার মতো। তারা কিছুতেই মানবেন না অবাঙালিরা এসে আমাদের কিছু করতে বলবেন।” এমনটাই মন্তব্য করেছেব অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে আগামী ৬মে মুক্তি পেতে চলেছে ইন্দো-আর্জেন্টিনীয় ছবি ‘থিংকিং অফ হিম’ (Thinking of Him)। এই ছবিতে কবিগুরুর ভূমিকায় রয়েছেন স্বয়ং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের অন্বেষণ এই ছবির মূল প্রতিপাদ্য । পরিচালক আর্জেন্টিনাবাসী পাবলো সিজার। 'গীতাঞ্জলি'র ফরাসি অনুবাদ পড়ার পর, ওকাম্পো রবীন্দ্র সাহিত্যের একজন পরম অনুরাগীতে পরিণত হন । ১৯২৪ সালে বুয়েনস আইরেস সফরের সময় কবিগুরু অসুস্থ হয়ে পড়লে, ওকাম্পো তাঁর যত্ন নেন বলে জানা যায় ।