Advertisement

Winter Update: হু হু করে নামছে পারদ, বছর শেষে কনকনে ঠান্ডা পড়বে কলকাতা সহ জেলায় জেলায়

বছর শেষে 'খেলা ঘোরাবে' শীত। ২৫ ডিসেম্বর থেকেই আরও পারদ পতনের সম্ভাবনা কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। উত্তর এবং দক্ষিণবঙ্গে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামতে চলেছে। কেমন থাকবে দুই বঙ্গের তাপমাত্রা? জানুন ওয়েদার আপডেট...

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 7:03 AM IST
  • বছর শেষে কনকনে ঠান্ডা কলকাতা সহ জেলায় জেলায়
  • ২৫ ডিসেম্বর থেকেই আরও পারদ পতনের সম্ভাবনা
  • উত্তর এবং দক্ষিণবঙ্গে আরও ২-৩ ডিগ্রি পারদ নামবে

ক্রমশ নামছে পারদ। বছর শেষে জমাটি ঠান্ডা বঙ্গে। খুশি শীতপ্রেমীরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ২৫ ডিসেম্বর জাঁকিয়ে শীতের পাশাপাশি বছরের বাকি দিনগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদ নামবে কলকাতা সহ জেলায় জেলায়। তবে জারি থাকবে কুয়াশার দাপট। কমবে দৃশ্যমানতা। আর সে কারণে জারি করা হয়েছে সতর্কতা। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ছিল কুয়াশার দাপট। বৃহস্পতিতেও রয়েছে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত না থাকলেও দৃশ্যমানতা সকালের দিকে কম থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশার আস্তরণ। বড়দিনের আগে এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ২৫ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা বজায় থাকবে বছরের শেষ ক'টা দিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা। আগামী ২ দিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপরের দিকের ৫ জেলায় ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নীচের দিকের জেলাগুলিতে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। 

কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা?
 ২৫ ডিসেম্বর ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। ২৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বুধবার যদিও তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। 

দেশের অন্যত্র কী পরিস্থিতি? 
দিল্লিতে ঘন কুয়াশা দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই নেমে গিয়েছে। IMD জানিয়েছে, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে ২৮ ডিসেম্বর পর্যন্ত তীব্র শীতের পরিস্থিতি বজায় থাকবে। সকালবেলা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছে। একইসঙ্গে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় টানা তুষারপাত চলছে। পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর-পূর্ব ভারত, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, সিকিম এবং মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে নেমে গিয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement