Advertisement

Kolkata Temperature: হাড়কাঁপানো ঠান্ডা, শুক্র-শনিতে আরও নামবে তাপমাত্রা

বড়দিনে কলকাতা পেল মরশুমের শীতলতম এবং দশকের দ্বিতীয় শীতলতম দিন। তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্র এবং শনিবার আরও পারদ পতনের সম্ভাবনা। জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 7:39 AM IST
  • কলকাতায় দশকের দ্বিতীয় শীতলতম বড়দিন
  • তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস
  • শুক্রবার থেকে জেলায় জেলায় তাপমাত্রা কতটা নামবে?

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২০১৮ সালের পর এটাই কলকাতার দ্বিতীয় শীতলতম বড়দিন। তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের খেলা যে এখনও বাকি, তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে জেলায় জেলায়। বড়দিনের পর বর্ষবরণেও রেকর্ড ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে। উৎসবের মরশুমে জাঁকিয়ে শীত এনজয় করতে পেরে খুশি শীতপ্রেমীরাও। 

শীত নিয়ে কী পূর্বাভাস?
আলিপুর জানিয়েছে, শুক্র এবং শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তবে শনিবারের পর থেকে আবার কিছুটা থমকে যেতে পারে শীতের ঝোড়ো ইনিংস। 

তবে শুধু কলকাতা নয়, জেলায় জেলায় পারদ পতন হবে আগামী ২ দিন। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা সমেত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। সর্বত্রই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকখানি কমে যেতে পারে। বেলা গড়ালে  অবশ্য আকাশ পরিষ্কার হবে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিন ধরে সকালে জারি থাকবে ঘন কুয়াশার সতর্কতা। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রায় খুব একটা তফাৎ দেখা না গেলেও জমাটি শীত থাকবে। কোচবিহারে কয়েকটি জায়গায় আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা অনেক খানি কমে গিয়ে ‘কোল্ড–ডে’ বা শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে 

কোথায় কতটা পারদ নামল?
'বড়দিন' হলেও ক্রিসমাট নাইট ছিল হাড়কাঁপানো শীতের রাত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১৩, সল্টলেকে ১৩.৫, হুগলির মগরাতে ১৩, হাওড়ার উলুবেড়িয়াতে ১২.৪, ডায়মন্ড হারবারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের (৮ ডিগ্রি) সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন (৮.৫ ডিগ্রি)। এদিকে, দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। টাইগার হিসে শূন্য। ওদিকে সিউড়িতে তাপমাত্রা ৯ এবং বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement