Advertisement

January First Week Weather Update: ২৪ ঘণ্টার মধ্যে ৩ ডিগ্রি নামবে পারদ, নতুন বছরের প্রথম দিনেই কলকাতায় ফিরছে শীত

ডিসেম্বরের শেষেও শহরে তেমন ভাবে দেখা মেলেনি ঠান্ডার। বিগত কয়েকদিন ধরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ধারের কাছে ছিল না কলকাতায়। তবে হাওয়া অফিস এবার বলছে, বছর শেষে ফের শীতের আমেজ ফিরছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমবে। অর্থাৎ ২০২৫-এর শুরুর দিন শহরে ঘটবে পারদ পতন। কেমন থাকবে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 ফের পারদ নামবে কলকাতায় ফের পারদ নামবে কলকাতায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2024,
  • अपडेटेड 12:39 PM IST

ডিসেম্বরের শেষেও শহরে তেমন ভাবে দেখা মেলেনি ঠান্ডার। বিগত কয়েকদিন ধরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ধারের কাছে ছিল না কলকাতায়। তবে হাওয়া অফিস এবার বলছে, বছর শেষে ফের শীতের আমেজ ফিরছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমবে। অর্থাৎ ২০২৫-এর শুরুর দিন শহরে ঘটবে পারদ পতন। কেমন থাকবে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

বুধবার থেকে পারদ পতন
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরেই। তবে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই ফিরতে পারে শীতের চেনা ছন্দ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমলেও তার পর থেকে কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। জানুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, তবে প্রবল শীতের কোনও সম্ভাবনা এখনও নেই।

রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস
আজ, ৩১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।  উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা - দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়াও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে  উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়।  হাওয়া অফিস বলছে, ৬ জানুয়ারি পর্যন্ত  দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও আর কোনও বৃষ্টি হবে না। এদিকে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। তবে ১ জানুয়ারি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। 

Advertisement

নতুন বছরে উত্তরবঙ্গের আবহাওয়া
১ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও কোনও বৃষ্টি হবে না। সঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। এরপর ৬ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দিনগুলিতে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। 

কলকাতার আবহাওয়া
আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৫  ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে। এরপর ২ জানুয়ারি শহরের সর্বনিম্ন পারদ থাকতে পারে ১৫ ডিগ্রির ঘরে। ৩ এবং ৪ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি হতে পারে। ৫ তারিখ তা ১৭ ডিগ্রি হতে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement