Advertisement

Weather Update: সরস্বতী পুজোর পরেই আবার ঠান্ডা ফিরছে? পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ ৷ বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। ফলে শীতের আমেজ হালকা থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কামড় থাকছে না । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে । জানুয়ারি মাসের শেষ দু'দিনে শীতের ঠান্ডা তলানিতে পৌঁছবে । তবে ফেব্রুয়ারি মাসের প্রথমে সরস্বতী পুজোর পর বদলে যাবে আবহাওয়া। ফের কি শীত ফিরবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

সরস্বতী পুজোর পর ফের আবহাওয়ার ভোলবদলসরস্বতী পুজোর পর ফের আবহাওয়ার ভোলবদল
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 29 Jan 2025,
  • अपडेटेड 10:34 AM IST

বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ ৷ বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। ফলে শীতের আমেজ হালকা থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কামড় থাকছে না । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে । জানুয়ারি মাসের শেষ দু'দিনে শীতের ঠান্ডা তলানিতে পৌঁছবে । তবে ফেব্রুয়ারি মাসের প্রথমে সরস্বতী পুজোর পর বদলে যাবে আবহাওয়া। ফের কি শীত ফিরবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

ফের পারদ নামবে
বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হওয়া রাজ্যে আর ঢুকতে পারবে না। তার ফলে আগামী কয়েকদিন  তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সরস্বতী পুজোর পরে আবারও তাপমাত্রা নামার ও সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা থাকছে। এই জেলাগুলি ছাড়া রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।

কুয়াশার দাপট চলবে
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। তার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। এরফলে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। তাপমাত্রার রাজ্যের সর্বত্র ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকছে। সরস্বতী পুজোয়  তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেই জেলাগুলি হল, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ। দৃশ্যমানতা কমে যাওয়া যানবাহন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের গাড়িগুলি লেটে চলতে পারে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের  উত্তরদিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে।

সরস্বতী পুজোর আবহাওয়া
 সরস্বতী পুজোর দিন থাকবে উষ্ণতার ছোঁয়া। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। রাজ্য জুড়েই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকবে পারদ ৷ 

Advertisement

সংবাদদাতাঃ  তপন নস্কর
 

Read more!
Advertisement
Advertisement