Advertisement

জন্মদিনের পার্টিতে হরিদেবপুরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক ২ 'বন্ধু'

দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ট থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, নিজেদের পুজো কমিটির কর্তা হিসেবে দাবি করে দুই ব্যক্তি তরুণীকে ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অবিযোগ উঠেছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 2:33 PM IST
  • হরিদেবপুরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ
  • নিজেদের পুজো কমিটির কর্তা বলে দাবি ২ অভিযুক্তের
  • কয়েক মাস আগেই বন্ধুত্ব হয়েছিল তাঁদের

ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। ২০ বছরের এক তরুণীর দাবি, জন্মদিনের পার্টিতে ২ বন্ধু তাঁকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার, ৫ সেপ্টেম্বর হরিদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, চন্দন মল্লিক এবং দীপ বিশ্বাস নামে দুই অভিযুক্ত বর্তমানে পলাতক। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয়েছিল চন্দন মল্লিকের। নিজেকে দক্ষিণ কলকাতা পুজো কমিটির প্রধান হিসেবে দাবি করেছিল সে। চন্দনই নির্যাতিতার সঙ্গে দীপের আলাপ করায়। দু'জনেই পুজো কমিটির কর্তা হিসেবে নিজেদের ক্ষমতা জাহির করার চেষ্টা করে। মাঝে মধ্যেই তরুণীর সঙ্গে দেখা সাক্ষাৎ করত দীপ ও চন্দন। 

জানা গিয়েছে, ঘটনার দিন রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে চন্দন ওই তরুণীকে নিয়ে যায়। একসঙ্গে খাবার খায় তারা। এরপর বাড়ি যাওয়ার কথা বলাতে তরুণীকে জোর করে ঘরে বন্ধ করে দেয় চন্দন। অভিযোগ, দীপ ও চন্দন মিলে এরপর তাঁকে ধর্ষণ ও মারধর করে। কোনওমতে পরদিন সকালে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন হরিদেবপুরের ওই তরুণী। 

পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, মালঞ্চ সিনেমা হলের কাছে ফ্ল্যাটে নিয়ে যায় চন্দন। ফ্ল্যাটটি ছিল দীপ বিশ্বাসের। দু'জনে মিলে ধর্ষণ করে তাঁকে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement