Advertisement

Kasba Woman Death: কসবার আবাসনের পার্কিং লট থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, দিনে-দুপুরে খুন?

কলকাতায় ফের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার কসবার এক আবাসনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আবাসনের পার্কিং লট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। খুন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 4:20 PM IST
  • কলকাতায় ফের রহস্যমৃত্যু।
  • বৃহস্পতিবার কসবার এক আবাসনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
  • মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কলকাতায় ফের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার কসবার এক আবাসনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আবাসনের পার্কিং লট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। খুন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঠিক কী ঘটেছে?

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ওই আবাসনে এক মহিলার চিৎকার শোনা যায়। স্থানীয়রা পরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়ছেন এক মাঝবয়সী মহিলা। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে খবর।

কী কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। ঘটনাস্থলে যায় 
লালবাজারের হোমিসাইড শাখা। 


অন্য দিকে, নিউটাউনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নিউটাউনের গৌরাঙ্গনগরে এক তরুণীর সঙ্গে লিভ ইন করতেন বাগুইআটির যুবক সঙ্কেত চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সূত্রের খবর, গতকাল রাতে অশান্তির জেরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তরুণী। রাস্তায় কয়েক জন ওই তরুণীকে কটূক্তি করেন বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেন সঙ্কেত। আর এর জেরেই সঙ্কেতকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবককে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
 

Read more!
Advertisement
Advertisement