Advertisement

Kolkata Taxi App Yatri Sathi: '৫০ টাকা বেশি লাগবে' আর শুনতে হবে না, মিটার ট্যাক্সির নয়া অ্যাপ চালু মমতার, কীভাবে ডাউনলোড?

সোমবার থেকে চালু হয়েছে মিটারওয়ালা হলুদ ট্যাক্সির অ্যাপ  'যাত্রীসাথী' অ্যাপ। রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় ক্যাবে চেপে নিরাপদে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কালীঘাটে নিজের বাড়ি থেকে অ্যাপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যাত্রী সাথী অ্যাপের সঙ্গে যুক্ত সকলকে আমি অভিনন্দন জানাই।" 

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2023,
  • अपडेटेड 3:41 PM IST
  • সোমবার থেকে চালু হয়েছে মিটারওয়ালা হলুদ ট্যাক্সির অ্যাপ  'যাত্রীসাথী' অ্যাপ।
  • রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় ক্যাবে চেপে নিরাপদে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

সোমবার থেকে চালু হয়েছে মিটারওয়ালা হলুদ ট্যাক্সির অ্যাপ  'যাত্রীসাথী' অ্যাপ। রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ মাধ্যমে তুলনামূলক কম ভাড়ায় ক্যাবে চেপে নিরাপদে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কালীঘাটে নিজের বাড়ি থেকে অ্যাপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যাত্রী সাথী অ্যাপের সঙ্গে যুক্ত সকলকে আমি অভিনন্দন জানাই।" 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন,'যাত্রীসাথী অ্যাপ আমরা তিনমাস ধরে পরীক্ষামূলক ভাবে চালিয়েছি। ২১ হাজার গাড়ির সঙ্গে একে যুক্ত করা হয়েছে। এখন প্রায় সাড়ে ৪ হাজারের মতো রাইড চলছে। এই রাইড চালু হলে যাত্রী কম ভাড়ায় নিজের গন্তব্যে যেতে পারবেন।' 

এমনি বেসরকারি অ্যাপক্যাব নিয়ে নানা অভিযোগ। বেশি ভাড়া, রাইড বাতিলের মতো অভিযোগের পাশাপাশি রয়েছে নিরাপত্তা অভাব নিয়েও নানা অভিযোগ। মহালয়ার দিনই এক অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে মহিলা আইনজীবীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে।

শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের নিয়ে এই যাত্রী সাথী অ্যাপ। বাড়িতে বসে অথবা যে কোনও লোকেশন থেকেই ওলা-উবেরের মতো বুক করা যাবে হলুদ ট্যাক্সি এবং এবং অন্যান্য সব মিটার ট্যাক্সি। এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে গন্তব্যে পৌঁছে তারপর ইউপিআই অর্থাৎ অনলাইনে পেমেন্ট করা যাবে। তবে যাত্রীরা নগদেও ভাড়া দিতে পারবেন। রাজ্যের পরিবহণ দফতর এবং তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অ্যাপটি। অ্যাপটি চালু করার আগে, গাড়ি চালক ইউনিয়নগুলি সঙ্গে বসেছে পরিবহণ দফতর। তাদের ওয়ার্কশপ করে বোঝানো হয়েছে কী ভাবে অ্যাপটি কাজ করে। এই অ্যাপের মাধ্যমে এসি, নন এসি দু'ধরনের ক্যাবই বুক করা যাবে।

এই অ্যাপে কসবা থেকে চাঁদনি চক পর্যন্ত একটি এসি যাত্রায় ২৮১ টাকা খরচ হবে। নন-এসি ট্যাক্সির ভাড়া ২৩১ টাকা। পাশাপাশি, একটি প্রাইভেট অ্যাপ-ক্যাব এগ্রিগেটর কসবা থেকে চাঁদনি চক পর্যন্ত একটি এসি রাইডের জন্য ৩৭৯.৯৭ টাকা লাগছে। পরিবহন বিভাগের জন্য রাজ্যের তথ্য প্রযুক্তি (আইটি) বিভাগ দ্বারা তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোরে (অ্যান্ড্রয়েড ফোনের জন্য) এবং আইওএস (আইফোনের জন্য) মিলছে।

Advertisement

পরিবহণমন্ত্রী আরও জানিয়েছেন, ট্রায়াল চলাকালীন, অ্যাপটি দৈনিক গড়ে ৩,৫০০টির কাছাকাছি রাইড করেছে। আমরা আশা করছি আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই সংখ্যা আরও বাড়বে। 

 

Read more!
Advertisement
Advertisement