Yatri Sathi App Taxi: শহরের রাস্তায় হলুদ আর নীল সাদা মিলিয়ে ট্যাক্সির সংখ্যা প্রায় ৬,৫০০। এর মধ্যে থেকে ১০০০ ট্যাক্সি রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে ১৫ অগাস্টের পর থেকে অ্যাপ ভিত্তিক বুকিং শুরু করে ‘স্মার্ট ক্যাব’ হয়ে গিয়েছে। মাস দুয়েক আগে পরিবহণ দফতরের উদ্যোগে লঞ্চ হওয়া ট্যাক্সি বুকিংয়ের অ্যাপ ‘যাত্রী সাথী’ ক্রমশ জনপ্রিয় হচ্ছে শহরবাসীদের কাছে। বেসরকারি অ্যাপ ক্যাবের সঙ্গে টক্কর দিয়ে হাল ফিরছে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সির।
রাজ্যের পরিবহণ দফতর আর তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি করা ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করে কলকাতা হাওড়া, শিয়ালদা স্টেশন, বিমানবন্দর–সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা থেকে ট্যাক্সি বুক করতে পারবেন যাত্রীরা। এসি ও নন–এসি— দু’রকম ট্যাক্সি পরিষেবাই পাওয়া যাবে ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর-সহ একাধিক প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যাচ্ছে এই ‘যাত্রী সাথী’ অ্যাপ।
‘যাত্রী সাথী’ অ্যাপে ট্যাক্সির সংখ্যা দেড় হাজার ছাড়াল
অ্যাপের লাইভ স্ট্যাটাস ড্যাসবোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ‘যাত্রী সাথী’ অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে এ শহরের যাত্রীদের ‘স্মার্ট বুকিং’ পরিষেবা দিচ্ছেন ১,৫৪১ জন ট্যাক্সি চালক। সোমবার দুপুর ৩টে নাগাদ শহরের রাস্তায় যাত্রী পরিষেবায় ‘যাত্রী সাথী’ অ্যাপে অ্যাক্টিভ রয়েছেন ৫১৮ জন ট্যাক্সি চালক।
অন্যান্য বেসরকারি অ্যাপ ক্যাবের তুলনায় ভাড়া কম
শহরের পথে চলা অন্যান্য বেসরকারি অ্যাপ ক্যাবের তুলনায় বেশ কিছুটা কম ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ‘যাত্রী সাথী’র সঙ্গে যুক্ত ট্যাক্সি চালকরা। নগদ টাকা বা খুচরো নিয়ে ঝামেলা নেই। কারণ, ভাড়া এখানে ইউপিআই অ্যাপ থেকেই করতে পারছেন যাত্রীরা। নির্দিষ্ট লোকেশানে বা ঘরে বসেই ট্যাক্সি বুক করা যাচ্ছে অন্যান্য বেসরকারি অ্যাপ ক্যাবের মতোই।
‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে ট্যাক্সি বুকিংয়ে কী কী অসুবিধা?
যাত্রীদের একাংশের অভিযোগ, রাজ্যের পরিবহণ দফতর আর তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি এই ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে ট্যাক্সির অনলাইনে বুকিং অথবা এর ভাড়া মেটানো গেলেও কিছু চালক আগের মতোই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছুটা বাড়তি ভাড়া দাবি করছেন। এই অ্যাপে এখনও কোনও পেমেন্ট গেটওয়ে না থাকায়, বাড়তি ভাড়া চাওয়া বা দেওয়ার কোনও প্রমাণই থাকছে না। ফলে অনলাইনে ট্যাক্সি বুকিং করা ছাড়া তেমন কোনও সুবিধা পাচ্ছেন না যাত্রীরা।
শহরের সব প্রান্তে মিলছে না অ্যাপ ট্যাক্সি
এছাড়া, কলকাতা ও শহরতলির বিশাল এলাকায় এখনও সাকুল্যে দেড় হাজার ট্যাক্সি চালক জুড়েছেন। তারমধ্যে দিনের কোনও নির্দিষ্ট সময় একসঙ্গে বড়জোড় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ট্যাক্সি শহরজুড়ে সক্রিয় থাকছে। ফলে সব এলাকাতে এখনও সে ভাবে অ্যাপ থেকে গাড়ি পাচ্ছেন না যাত্রীরা। তবে যে গতিতে এই অ্যাপ পরিষেবার চাহিদা আর এর সঙ্গে যুক্ত ট্যাক্সির সংখ্যা বাড়ছে, তাতে খুব শীঘ্রই উল্লেখিত দুটি সমস্যা (অ্যাপে পেমেন্ট গেটওয়ে আর পর্যাপ্ত গাড়ির অভাব) মিটে যাবে বলে আশা যাত্রী থেকে ট্যাক্সি অ্যাসোসিয়েশনের।