Advertisement

Kolkata Metro : মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার যুবকের দেহ, পার্কস্ট্রিট স্টেশনের কাছে ভয়ঙ্কর কাণ্ড

কলকাতায় মেট্রো রেলের সুড়ঙ্গে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল। তবে সেই যুবকের পরিচয় জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Kolkata Metro Kolkata Metro
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Aug 2025,
  • अपडेटेड 11:34 AM IST
  • কলকাতায় মেট্রো রেলের সুড়ঙ্গে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ
  • যা নিয়ে চাঞ্চল্য ছড়াল

কলকাতায় মেট্রো রেলের সুড়ঙ্গে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল। তবে সেই যুবকের পরিচয় জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

শুক্রবার রাত ২.১৫। আরপিএফ-এর হেলফ লাইন থেকে খবর যায় নিউ মার্কেট থানায়। সেই মোতাবেক পুলিশ আসে। তদন্তকারীরা দেখেন, পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেডের দিকে প্রায় ১০০ মিটার দূর এক যুবক পড়ে রয়েছেন অচৈতন্য অবস্থায়। সেই দেহ উদ্ধার করা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বয়স প্রায় ২৫ বছর। তিনি কীভাবে মারা গেলেন তা দেখে বোঝা যায়নি। নিউ মার্কেট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি করছেন তদন্তকারীরা। 

এদিকে এই ঘটনায় অবাক মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো আওয়ার রাত ১০ টার পর শেষ হয়ে যায়। সেই যুবক কীভাবে সুড়ঙ্গে এলেন সেই প্রশ্ন ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। 

যদিও কলকাতা মেট্রোর কাছে এমন ঘটনা প্রথম নয়। ২০২৩ সালে এমনই এক দেহ উদ্ধার হয়েছিল। তা নিয়েও চাঞ্চল্য কম ছড়ায়নি। এদিকে মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার খবর প্রায় পাওয়া যায়। চলতি বছরের জানুয়ারি মাসেই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। ফলে পরিষেবা বিঘ্নিত হয়েছিল। আবার মে মাসে রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ সেই কারণে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সেদিনও দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের।   

 

Read more!
Advertisement
Advertisement