Advertisement

Electrocution in Kolkata: এক হাঁটু জল, কলকাতায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে অকালে মৃত ২২-এর যুবক

যদিও এলাকাবাসীর দাবি, ল্যাম্পের আলো জ্বলছিল। সেই ল্যাম্পেই শর্ট সার্কিট হয়। রাস্তায় ধারে লোহার রেলিং বিদ্যুতায়ন হয়ে যায়। সেই রেলিংয়ে হাত দিতেই দুর্ঘটনা। ঘটনায় সিইএসসি-র গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। যদিও কলকাতা পুরসভা গাফিলতি মানতে নারাজ।

Representative ImageRepresentative Image
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2024,
  • अपडेटेड 10:43 AM IST
  • কলকাতায় বিস্তীর্ণ এলাকাই আপাতত জলমগ্ন
  • কলকাতা পুরসভা গাফিলতি মানতে নারাজ
  • দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান

ঘূর্ণিঝড় 'দানা'র তাণ্ডব বাংলায় আপাত ভাবে কম হলেও, ওই ঝড়েরে জেরে তৈরি হওয়া নিম্নচাপ ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু এলাকা। কলকাতায় একটি বড় অংশ এখনও জলের তলায়। আর এই জলযন্ত্রণায় অকালে শেষ হয়ে গেল আরও একটি প্রাণ। ভবানীপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল সৌরভ গুপ্তা নামে এক যুবকের।বিহারের বাসিন্দা। কর্মসূত্রে ভবানীপুর এলাকায় বাবার সঙ্গে থাকতেন। ২২ বছর বয়স। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, ঘূর্ণিঝড়

কলকাতায় বিস্তীর্ণ এলাকাই আপাতত জলমগ্ন

স্থানীয় সূত্রের খবর, সৌরভ ও তাঁর বাবার একি খাবারের স্টল রয়েছে। শুক্রবার প্রবল বৃষ্টিতে বিকেলে জাস্টিস দ্বারকানাথ রোডে জলের তলায় পড়েছিল বিদ্যুত তার। পা পড়তেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। শুধু ভবানীপুর এলাকা নয়, কলকাতায় বিস্তীর্ণ এলাকাই আপাতত জলমগ্ন। ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।

কলকাতা পুরসভা গাফিলতি মানতে নারাজ

যদিও এলাকাবাসীর দাবি, ল্যাম্পের আলো জ্বলছিল। সেই ল্যাম্পেই শর্ট সার্কিট হয়। রাস্তায় ধারে লোহার রেলিং বিদ্যুতায়ন হয়ে যায়। সেই রেলিংয়ে হাত দিতেই দুর্ঘটনা। ঘটনায় সিইএসসি-র গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। যদিও কলকাতা পুরসভা গাফিলতি মানতে নারাজ।

দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান

আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি বলেন, 'ঝড়-জলের জন্যই গতকাল আলো বন্ধ রাখা হয়েছিল।  তাছাড়া ওই বাড়ির সামনে কোনও ল্যাম্পপোস্ট নেই। দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান। তাঁরা দেখেন, বাড়ি থেকে লাইন টেনে আলো জ্বালানো হয়েছিল। ফলে কলকাতা কর্পোরেশনের ল্যাম্পপোস্ট থেকে এই দুর্ঘটনা ঘটেনি। যুবকটি পাশের বাড়িতে থাকতেন।'

 


Read more!
Advertisement
Advertisement