আজ থেকে শুরু সিপিআইএমের ২৬ তম রাজ্য সম্মেলন। কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন চলবে। প্রয়াত দুই সিপিআইএম নেতা নিরুপম সেন এবং শ্যামল চক্রবর্তীর স্মরণে যথাক্রমে নগর এবং মঞ্চের নামকরণ করা হয়েছে। এবছর তেভাগা আন্দোলনের ৭৫ বছর। সিপিআইএম-এর রাজ্য সম্মেলনে আন্দোলনকারীদের সম্মান জানানো হয়। ভবনে ঢোকার মুখেই রয়েছে একটি বিরাট পোস্টার, যেখানে লেখা রয়েছে - 'তেভাগার সংগ্রামের উত্তরাধিকার।' সম্মেলনের বার্তা রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ৮টি সাব কমিটি গঠন করা হয়েছে। ৩৫০ জন প্রতিনিধি এবং ৮০ থেকে ৯০ জন দর্শক নিয়ে এই সম্মেলন আয়োজিত হবে। সম্মেলন সম্পন্ন করতে ৫৩ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।