শুভেন্দুর বিধানসভায় আইনশৃঙ্খলায় বিশেষ নজর নবান্নের। একটা থানা থেকে নতুন করে আরো দুটি থানা ও দুটি আউটপোস্ট। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ কি হল যে কারণে শুভেন্দুর বিধানসভাতেই এত আইনি পদক্ষেপ নিতে হল নবান্নকে? তাহলে কি শেভেন্দুকে চোখে চোখে রাখতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত? নাকি এর পিছনে অন্য কোনও মতলব রয়েছে? এই উদ্যোগ গ্রহণের পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নবান্নের নজরে নন্দীগ্রামের আইন-শৃঙ্খলা। নন্দীগ্রাম এর আইনশৃঙ্খলা আরো কড়াকড়ি করতে বিশেষ নজর দিল নবান্ন। এত দিন এই বিধানসভাতে ছিল মাত্র একটি থানা। এবার নবান্নের র্নিদেশে সেখানে থাকবে তিনটি থানা ও দুটো আউটপোস্ট। নন্দীগ্রাম থানা ভেঙে আরো দুটি নতুন থানা করার উদ্যোগ নবান্নের। নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া ও তেখালিতে তৈরি হবে দুটি নতুন থানা ও আরো দুটি আউটপোস্ট।