আজ কলকাতার রানী রাসমণি রোডে ৬০ হাজার আশা কর্মী ১৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন । তাঁরা বলেন, নামে স্বেচ্ছাসেবী কিন্তু ২৪ ঘন্টা বাধ্যতামূলক শ্রমে একেবারে বিধ্বস্ত তাঁরা। ২০০৫ সালে মা ও শিশু মৃত্যুর হার কমাতে ইউপিএ সরকারের আমলে এনআরএইচএম-এর আশা কর্মী প্রকল্প তৈরি হয়। তারপর থেকে তাদের কোনও রকম দাবি মানা হয়নি। তাই এই বিক্ষোভ বলে জানান তাঁরা।