দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। ঘটনারস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গঙ্গা থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বিতীয় হুগলি সেতুর মাঝ বরাবরে এসে বাইক রেখে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে।