বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ। ২২ বছর বয়সী যুবক সায়নের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি। তাতেই চোখে, মাথায়, দাঁতে মারাত্মকভাবে আহত হন সায়ন। কেবলমাত্র হিন্দু এবং ভারতীয় পরিচয় জানার পরই এই আক্রমণ করা হয়েছে বলে জানায় সায়ন। শনিবার রাতে গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাড়িতে ফিরে আসলেও আতঙ্ক তার চোখে মুখে।