'এখন যা অবস্থা হয়েছে, সব সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট মনে করলে রিভিউ করতে পারে'। এসএসসি চাকরিহারাদের শীর্ষ আদালত ছাড়া আর কোনও গত্যন্তর নেই বলে মনে করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী বিকাশরঞ্জন বলেছেন, আর কোনও সুযোগ। এই প্রসঙ্গে অভিজিৎ জানান,'উনি হয়তো বুঝতে পারেন। আমি এ মন্তব্য করব না। এই ঘটনায় তাঁদের কোনও দোষ নেই। বুঝিয়ে বললে সুপ্রিম কোর্ট ভাবতেই পারে। সুপ্রিম কোর্ট রিভিউ শুনবে, সেই আশাটুকু অন্তত করতে পারি'।