'জ্ঞানেশ কুমারের মেয়েকে এসআইআর ঘোষণার পর নয়ডার জেলাশাসক করা হয়েছে। জামাই মণীশ বনশলকে সহারানপুরের জেলাশাসক করে দেওয়া হয়েছে এসআইআর ঘোষণার একদিন পরে'। অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।