নারদা স্ট্রিং অপারেশনে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে আনলেন অভিযোক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই অস্বস্তিতে পড়ে গেছেন শুভেন্দু।
নারদা কাণ্ডে এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে ফের প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বুধবার দিনভর যখন বিক্রমের চাঁদের মাটিতে নামা নিয়ে দেশ জুড়ে তুমুল উত্তেজনা, ঠিক তখনই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক তাঁর এক্স টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুলে ইডির ডিরেক্টর এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে চ্যালেঞ্জ ছুড়লেন। ওই এক্স হ্য়ান্ডেলে তৃণমূল নেতা অবশ্য শুভেন্দুর নাম করেননি। তবে স্ট্রিং অপারেশনে শুভেন্দুর টাকা নেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেটি অভিষেক অ্যাটাচ করে লিখেছেন। সেই দৃশ্যের প্রমাণ হিসেবেই এই ভিডিও জুড়ে দেওয়া হল। এতে যদি আপনাদের লজ্জা হয়।