সোমবার কালীঘাটে অভিষেকের সঙ্গে দেখা করলেন শোভন-বৈশাখী। তাঁদের সঙ্গে নিয়েই SIR ইস্যুতে অভিষেক বলেন, 'যদি কেউ CAA ক্যাম্পে গিয়ে আবেদন করেন, তাহলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে।'