মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি তাঁর গাড়ির ধাক্কায় আহত হন এক বাইকচালক। সোমবার ঘটনাটি ঘটে রাজা রামমোহন রায় রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তার পর এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বেহালা থানার পুলিশ প্রথমে তাঁর গাড়িটি আটক করে, এবং মঙ্গলবার সকালেই গ্রেফতার হন সম্রাট।