'রাম তুমি কার? তৃণমূল আর বিজেপির মধ্যে চলছে যুদ্ধ। দিদি ভয় পেয়েছে। যে দিদি রামনবমী পালন করেননি বাংলায়, সেই দিদির দলের লোককে পথে নামতে হচ্ছে। ঠ্যালায় পড়ে তৃণমূল রাম গাছে উঠছে। কোনও দরকার ছিল না'। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।