সোমবার পূর্ত দপ্তরের বাংলোতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তিনি সংসদে টাকার পরিবর্তে প্রশ্নের ইস্যুতে মহুয়া মৈত্রের পাশে দাঁড়ান তিনি। পাশাপাশি অধীর বলেন, উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। আর সেই কারণেই বারবার বিচ্ছিন্নতাবাদী আওয়াজ ওঠে। কিন্তু এই আওয়াজ ওঠার মূল কারণই হল আর্থিক, সামাজিক দিক দিয়ে অনুন্নয়ন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলছে। কেউ তাদের সমস্যার সমাধান করছে না। আর সেই কারণেই ওই আওয়াজ উঠছে।