অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে ধর্মঘট কার্যকর করতে। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্ররা ছাত্র ইউনিয়ন নির্বাচন পরিচালনার বিষয়ে আলোচনার দাবিতে মন্ত্রীকে ক্যাম্পাস ত্যাগ করতে বাধা দেওয়ার চেষ্টা করার সময়, ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন দুই শিক্ষার্থী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার বন্ধ করে সেখানে পিকেটিং করে AIDSO। চলে স্লোগান লেখা ও গান গাওয়া।