মতুয়া পরিবারে মধ্যাহ্ন ভোজন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। মেনুতে ছিল ভাত. রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস। মাটির থালায় কলাপাতার ওপরে খেতে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সঙ্গে ছিলের রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন দীলিপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়র মত নেতারা। এদিন তাঁদের জন্য নিজে হাতে রান্না করেন নবীনবাবুর স্ত্রী।