ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্সসিটির দিকে যাবার সময় একটি গাড়ি সেতুর উপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে চালক-সহ মোট ৫ জন
ছিলেন। যদিও এই দুর্ঘটনায় কেউই গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে। তপসিয়ার কাছে ব্রেক ফেল করে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মা উড়ালপুলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। চিনা মাঞ্জায় বাইক আরোহীদের জখম হওয়ার ঘটনা তো রয়েইছে। কলকাতার অন্যতম বড় সেতু এই 'মা ফ্লাইওভার'। শুক্রবার রাত 11 টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়ির গতি খুব বেশ না থাকায় কম ক্ষতি হয়েছে বলেই মনে করছেন গাড়ির চালক। মাঝরাস্তায় এভাবে গাড়ি উল্টে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। চালকের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তবে গতি খুব বেশি ছিল না বলেই দাবি করেছেন তিনি। দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই উড়ালপুলের একদিকের রাস্তা প্রায় 30 মিনিট ধরে বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কলকাতা ট্রাফিক পুলিশ।