ফের আনন্দপুর গুলশন কলোনিতে আগুন। শুক্রবার সকালে গুলশন কলোনির একটি ফ্লাটের নিচে থাকা রঙের গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এনে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারনে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়।