অফিসে ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনে। জানা গিয়েছে, কারিগরি ভবনের এক কর্মী কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে সেই রক্তমাখা ছুরি হতে নিয়ে নিউটাউনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন। সেই সময় একজন সাংবাদিক মন্তব্য করেন, “দাদা মাথা ঠান্ডা করুন…”, তবে পাল্টা হামলাকারী বলেন, “আমার মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা…”, এরপর তিনি বলেন, “কাছে আসবেন না একদম…”। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিক তদন্তে তাঁর আচরণ ও বাক্যভঙ্গিতে মানসিক অস্থিরতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।