বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, টাকা-পয়সার ভাগ নিয়ে এই ঝামেলা। তার জেরে গুলি চলেছে। মনদ মিত্রকে আক্রমণ করে অর্জুনের দাবি, কামারহাটিতে কোনও নিয়ন্ত্রণ নেই সেখানকার বিধায়ক মদন মিত্রর। সেই কারণে, তৃণমূলের একাধিক গোষ্ঠী একে অপরের সঙ্গে হিংসায় জড়িয়ে পড়ছে।