মঙ্গলবার, ৩০ জুলাই সকাল সকাল বসিরহাটের গাঁয়ের মেয়ে রেখা পাত্রের এলাকায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। তখনও অনেকেরই দিন শুরু হয়নি। কিন্তু এরপরই ধীরে ধীরে বেলা বাড়তেই খবর চৈাউর হয়ে যায় ইডির রেড শুরু হয়েছে। জানা গিয়েছে বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে ইডি আধিকারিকরা হানা দেন। মঙ্গলবার, ভোর পাঁচটা থেকে শুরু হয় ইডি আধিকারিকদের তল্লাশি। এদিন ভোর থেকেই বিএসএফ জওয়ানরা দখল নিয়ে নেন বসিরহাটের সংগ্রামপুর এলাকার ব্যবসায়ী বারিক বিশ্বাস ও তাঁর রাইস মিল সংলগ্ন এলাকা।