বিহারের চেয়ে বাংলায় বেশি ছটপুজো হয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বাংলার পরম্পরা ও সংস্কৃতিকে তুলে ধরেন। বাংলা যে সব ধর্ম, বর্ণের মানুষের জন্য অবারিত দ্বার, সেকথা মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের অনেক জায়গাতেই ছটপুজো হয়। বংলার পরম্পরা আছে, গৌরব আছে, সৌরভ আছে। এখানে সবাই সব ধর্মের উৎসবকে নিজেদের উৎসব মনে করে। আমরা নিজেদের মতো করে পালন করি। আমাদের সরকার ছটপুজোতে দু'দিন ছুটি দিয়েছে, যাতে আপনারা ভালভাবে পুজো করতে পারেন।'