নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের চা খাওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রস্তাব প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলেন, 'ম্যাডাম আমাদের ১৭ জন অনশনে রয়েছেন। ১৭ দিন ধরে।' তখন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি তো তোমাদের চা খাওয়ার কথা বলছি।' এরপর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যাঁরা চা খাবে তাদের দেওয়ার।