নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, সরকার যোগ্যদের পাশে আছে। পাশাপাশি অযোগ্যদের কী হবে? তাও খোলসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যোগ্যদের সমাধানের পর অযোগ্যদের ওএমআর-সহ যাবতীয় নথি খতিয়ে দেখবেন তিনি। যদি গলদ ধরা পরে সেক্ষেত্রে কিছু করতে পারবেন না, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যদি অন্য়ায়ভাবে কাউকে ‘অযোগ্য’ বলে দাবি করা হয়, তাহলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।