সোমবার বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে বড় পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলাদেশে দরকার হলে শান্তিরক্ষা বাহিনী পাঠাক রাষ্ট্রসঙ্ঘ। মমতার কথায়, 'আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রসঙ্ঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তাঁর কোনও অসুবিধা থাকে, তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন।'