আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলে কার্যত খারাপ ফলের ধারা অব্যাহত বিজেপির। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “আমাদের ভোটাররা ভোট দিতে নামেননি। এটা তারই ফল। ভোট-পরবর্তী হিংসা ও এলাকায় সন্ত্রাসের জেরে আমাদের কর্মীরা প্রচারেও নামতে পারেননি।” পাশাপাশি বালিগঞ্জে তৃণমূলের ভোট কমে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “সংখ্যালঘু ভোটাররা এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই ভোট গিয়েছে সিপিআইএম-এর ঝুলিতে।” পাশাপাশি সৌমিত্র খাঁ এর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “দল হারলে প্রত্যেকেরই খারাপ লাগে। একেকজনের একেকরকম বহিঃপ্রকাশ হয়। এ নিয়ে দলের অন্দরে আলোচনা হবে।”