বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) প্রথম দিনেই ৯০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব বাংলা পেয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে শেষ বাণিজ্য সম্মেলন মমতা সরকারের। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সৌরভ গঙ্গোপাধ্যায়রা ব্যাপক অঙ্কের বিনিয়োগ করছেন বলে জানালেন মমতা। অন্যদিকে দেউচা পাচামির কয়লা খনির কাজও শুরু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের ঠিক আগে বছরে বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের চেষ্টা তুলে ধরতে মরিয়া মুখ্যমন্ত্রী।