কখনও খুচরো নিয়ে সমস্যা তো কখনও আবার বেপরোয়া গতি, কলকাতার রাস্তায় অটোর দৌরাত্ম্য নিয়ে অভিযোগ চিরকালের। ইদানিং বেড়েছে টোটো এবং ই-রিকশা পরিষেবাও। চটজলদি কাছাকাছি গন্তব্যে পৌঁছতে সেগুলি সহজ অপশন হলেও তাদেরও দৌরাত্ম্যেও জেরবার নিত্যযাত্রীরা। এই নিয়ে এবার কী পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের?