কলকাতায় ফের প্রকাশ্যে BJP-র অভ্যন্তরীণ কোন্দল। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর দলীয় নেতাদের আক্রমণ এবং কালি ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে দল থেকে ৪ জনকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়েছে। রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর ১২৫ নম্বর ওয়ার্ডে অনুপম ভট্টাচার্যকে দলীয় সমর্থকরা স্বাগত জানাতে একটি সভার আয়োজন করেছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু সভার মাঝেই তাঁর বিরোধী গোষ্ঠীর সমর্থকরা সেখানে পৌঁছে তাঁকে লক্ষ্য করে কালি ছোঁড়ে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলাকালীন চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনাও ঘটে।