প্রদেশ কংগ্রেসের দফতরে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে। রাকেশের এই গ্রেফতারিতে যেন মধুর প্রতিশোধের সুখ নিয়ে নিলেন আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ যখন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন, তীব্র সমালোচনা করেছিলেন রাকেশ সিং। এবার রাকেশ গ্রেফতার হতেই দিলীপও শোধ তুলে নিলেন। বললেন, এই সব পাবলিসিটির জন্য। আইন ব্যবস্থা নেবে।