ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যপালকে সরাসরি আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি একেবারে সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে বলেন, বিজ্ঞপ্তি জারি করে পেটোয়া উপাচার্যদের কথা শুনছেন রাজ্যপাল। তিনি সরাসরি আরও রাজ্যপালকে আক্রমণ করে বলেন, রাজ্যপাল এক চেটিয়া স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন। গত কয়েকমাস ধরে আমাদের মনে হচ্ছিল, রাজ্যপাল সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অগ্রাহ্য করে, মুখ্যমন্ত্রীকে অপমান করে, শিক্ষা দফতরকে না-জানিয়ে উপাচার্য নিয়োগ করছেন। তালিবানি মনোভাব পোষণ করেছেন। এই ভাবেই আক্রমণ করেন ব্রাত্য বসু।