শনিবার সাত সকালে ভয়াবহ আগুন লাগে কলকাতার এজরা স্ট্রিটের একটি গোডাউনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানেও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন বাড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এলাকা খালি করে দেয়। বিপুল ক্ষতি হয়েছে এজরা স্ট্রিটের আলোর ব্যবসায়ীদের। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীও। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, ওই বিল্ডিংয়ে কোনও অগ্নিসুরক্ষা ব্যবস্থা ছিল না। একাধিকবার অভিযোগ জানিয়েছেন তিনি, তা-ও কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।