শিয়ালদহের কারমাইকেল হস্টেলের পড়ুয়াদের বাংলাদেশি বলে মারধরের অভিযোগ উঠল। গ্রেফতার ২। পড়ুয়াদের বক্তব্য, দোকানে মোবাইলের কভার কিনতে গিয়েছিলেন। শুরু হয় বচসা। তারপর তাঁদের রোহিঙ্গা, বাংলাদেশি বলে মারধর করা হয়। লোহার রড, হকিস্টিক দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের।