অনেকদিন ধরেই রঞ্জনকে নিয়ে আলোচনা চলছিল। এবার গ্রেফতার হলেন বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। শিক্ষক নিয়োগ দুর্নীতি রঞ্জনকে শুক্রবার (Ranjan Mondal) নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই জেরার পর দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই আলিপুর আদালতে পেশ করা হয়েছে রঞ্জনকে। অভিযোগ, বাগদার এই রঞ্জনই উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বিভিন্ন জেলার লোকজনের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। এরপর আরও দুজনকে গ্রেফতার করে সিবিআই। আব্দুল খালেক ও সুব্রত সামন্ত রায়।