আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এছাড়াও রাজ্য়ের একাধিক ঘটনায় জড়িয়েছে সিভিকদের নাম। এবার উল্টো ছবি। মানবিকতার জন্য কলকাতা পুলিশের তরফে পুরস্কৃত করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটের কাছে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই কোনও কিছু না ভেবেই সেই মহিলাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার হাবিবুল্লাহ শেখ।