বুধবার 'ছাত্রসপ্তাহ' সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন কৃতী পড়ুয়াদের পুরষ্কৃত করেন মমতা। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের সরকারি চাকরি দেওয়া হবে। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।