বাংলার সব জেলায় একটি করে বড় মল তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সব জেলার হেড কোয়াটারে একটা করে বড় শপিং মল বা বিগ বাজার তৈরি করা হবে। এর জন্য টেন্ডার করা হবে। সরকারের থেকে বিনামূল্যে মিলবে জমি। তবে কিছু শর্ত বেঁধে দেন মুখ্যমন্ত্রী। বলেন, দুটি ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপ অর্থাৎ স্ব-নির্ভরগোষ্ঠীর জন্য ছেড়ে দিতে হবে। শপিং মলের নীচে গাড়ির পার্কিং, ওপরে সিনেমা হল, কমিউনিটি হলও থাকবে। এর জন্য জমি দেখাও হয়ে গেছে বলে তিনি জানান। এই উদ্যোগে জেলার মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ বাড়বে। এতে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ তৈরি হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।