সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত লাগাতে হবে CCTV । কারও আপত্তি মানা হবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব নির্দেশ নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দায়িত্ব নার্স ও ডাক্তারদের। তিনি বলেন,'আমাকে সিজার করতে বললে পারব না। আমি ডাক্তারি পড়িনি। আমি বিশেষজ্ঞ নই। মুখ্যসচিবও পারবেন না। স্বাস্থ্যসচিবও প্রশাসন দেখেন। একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যায়'। তিনি যোগ করেন,'এত নার্সিং স্টাফ, এত নতুন নতুন ভবন, এত মেডিক্যাল কলেজ বাড়ানো হয়েছে। তাঁদের উপর অন্যায় হলে দেখার দায়িত্ব আমাদের। তেমনই রোগী যাতে পরিষেবা পায় সেটা দেখার দায়িত্বও আমাদের সকলের'।