কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বই নিয়ে আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, যতই ডিজিটাল আসুক। বই হচ্ছে হৃদয়ের ডেকারেশন। যে বাড়িতে বই সাজানো থাকে না, সে বাড়িতে যেন কীরকম লাগে। তিনি বলে, 'বই আমাদের প্রেরণা, আমাদের আশা, আমাদের দিশা'।