'যেখানে দাঙ্গা হয়েছে, সেটা তো কংগ্রেসের জেতা আসন,' ওয়াকফ নিয়ে হিংসার ঘটনায় কংগ্রেসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক ছিল। সেখান থেকে কংগ্রেসকে দুষে এদিন মমতা বলেন, "ওয়াকফ নিয়ে কিছু অশান্তি ঘটেছে। প্ররোচনামূলক কথা হয়েছে। এটা মুর্শিদাবাদ না, হয়েছে মালদাতে। ওটা কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে আর দাঙ্গা হলে পরিস্থিতি সামলাবেন না এটা হয় না। তৃণমূল যদি করত তাহলে তৃণমূলের পার্টি অফিস ভাঙা হত না। কর্মীদের বাড়ি ভাঙা হত না। আমি উস্কানি দিতে আসিনি। কারণ আমি শান্তি চাই।"