একী কান্ড! ভেঙে পড়ল তোরণ। মুখ্য়মন্ত্রীর সাধের ধনধান্য অডিটোরিয়ামে ঘটল এমন বিপত্তি। জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু আগেই বিপত্তি, তোরণ ভেঙে গুরুতর আহত বেশ কয়েকজন। বহু দর্শক লাইন দিয়ে ধনধান্য অডিটোরিয়াম ঢুকছিলেন , আচমকাই তোরণ রাস্তার ওপর ভেঙ্গে পড়ে। এই ঘটনায় একাধিকজন গুরুতর আহত হয়। সূত্রের খবর অ্যাম্বুলেন্সে করে sskm হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তোরণ টি লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি এবং সেখানে বিদ্যুৎ সংযোগও ছিল ফলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা।।আপাতত ভেঙে পড়া তোরণটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।